সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হবে। রবিবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চাঁদ দেখা যায়।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়।
হিজরি সন অনুযায়ী রমজান নবমতম মাস।
চাঁদ দেখা না যাওয়ায় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।