মুখোশ পরা একদল লোক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় একটি আউটডোর পার্টিতে গুলি চালিয়েছে। এতে চারজন নিহত এবং তিনজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
কিং সিটি পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, পুলিশ সন্ধ্যা ৬টার দিকে কিং সিটিতে গোলাগুলির খবর পেয়ে সাড়া দেয়। পরে উঠানে মৃত বলে ঘোষণা করা গুলিবিদ্ধ তিন ব্যক্তিকে পাওয়া যায়।
এ ছাড়া আহত তিনজনকে সেলিনাসের নাটিভিদাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের বিবৃতি অনুসারে, বেশ কয়েকজন বাড়ির বাইরে পার্টি করছিলেন।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।