ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে মঙ্গলবার রুশ হামলায় দুই পুলিশ সদস্য নিহত এবং চার তদন্তকারী আহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকোর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্লাইমেনকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়া যখন গোলা দিয়ে ‘আবার আঘাত করে’, তখন পুলিশ সদস্যরা আগের একটি হামলায় ক্ষতিগ্রস্ত একটি খামার ভবন পরিদর্শন করছিলেন।
তিনি আরো বলেন, ‘উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে দুই পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে।
ক্লাইমেনকোর টেলিগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, উদ্ধারকারীরা একটি ধসে পড়া ভবন থেকে ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্যর মৃতদেহ তুলে নিয়ে যাচ্ছেন।
এএফপি বলেছে, মস্কোর দুই বছরের আক্রমণজুড়ে রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলটিকে লক্ষ করা হয়েছে।