রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনির মৃত্যু ও ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর বড় ধরনের একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে কিরবি বলেন, এই নিষেধাজ্ঞাগুলোর মাধ্যমে ‘নাভালনির সঙ্গে যা ঘটেছে এবং ইউক্রেন যুদ্ধ চলাকালীন বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে রাশিয়ার কাছে কৈফিয়ত চাওয়া হবে।’ আগামী শনিবার ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার দুই বছর পূর্ণ হচ্ছে।