ইরান শনিবার দুটি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা আর্মান এবং স্বল্প উচ্চতার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজরাখশ আজ সকালে উন্মোচন করা হয়েছে।’
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ-রেজা আশতিয়ানি এদিন অনুষ্ঠানে বলেছেন, আর্মান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং ১২০ কিলোমিটার দূরের তাদের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।
এএফপি বলেছে, তেহরান সমর্থিত গোষ্ঠী হামাস এবং ইসরায়েল মধ্যে যুদ্ধের পঞ্চম মাসে তুমুল আঞ্চলিক উত্তেজনার সময় নতুন এ অস্ত্রের উন্মোচন হলো। যুদ্ধের আগেও ইসরায়েল এবং ইরান ছিল অপ্রতিরোধ্য শত্রু।
তবে তেহরান সব সময় তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলে জোর দিয়ে আসছে এবং পারমাণবিক বোমা তৈরির কথা অস্বীকার করে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলাকে ইরান স্বাগত জানিয়েছে।
এ ছাড়া বাণিজ্যিক জাহাজে ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়ায় ব্রিটেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে বারবার হামলা চালিয়েছে। হুতিরা বলছে, লোহিত সাগরে হামলা চালিয়ে তারা যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে।