বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ও মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১৭ হাজার দ্বীপে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছিল। এদিকে অনানুষ্ঠানিক ফল গণনায় বুধবার বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো জয় দাবি করেছেন।
ভোটের আগে থেকেই জনমত জরিপগুলোতে এগিয়ে ছিলেন সুবিয়ান্তো।
গত সপ্তাহে দুটি জরিপে দেখা গিয়েছিল, প্রেসিডেন্ট পদে এ তিন প্রার্থীর মধ্যে অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবায়ো সুবিয়ান্তোর প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশ ভোটারের, গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানের প্রতি সমর্থন রয়েছে যথাক্রমে ৩১ এবং ২৭ শতাংশ ভোটারের। দেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে সুবিয়ান্তো জানালেও বুধবার তিনি নিজের জয় ঘোষণা করেছেন।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দুই লাখ ৫৯ হাজার জন। ভোট উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় সেদিন।