গাজায় নতুন করে যুদ্ধবিরতির জন্য প্রস্তাবিত চুক্তির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের প্রস্তাবিত চুক্তির বিবরণ প্রকাশ করা হয়নি। তবে চুক্তিতে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং বেশি সংখ্যক জিম্মি-বন্দি বিনিময় প্রস্তাব করা হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই জানিয়েছে তারা হামাসের মন্তব্য পর্যালোচনা করে দেখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বর্তমানে মধ্যপ্রাচ্যে সফরে রয়েছেন। তিনি আজ বুধবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
ইতিবাচক সাড়া দিলেও কিছু শর্ত জুড়ে দিয়েছে হামাস।
প্রস্তাবটি প্রায় এক সপ্তাহ আগে হামাসের কাছে পাঠানো হয়েছিল।
ইসরায়েলের হামলায় ৭ অক্টোবরের পর এ পর্যন্ত নিহত হয়েছেন ২৭ হাজার ৫৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬৬ হাজার ৯৭৮ জন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।