ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের তিন জ্যোষ্ঠ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে জাপান। টোকিও ওই তিন হামাস সদস্যের সম্পত্তি জব্দ করবে। এ ছাড়া অর্থপ্রদান ও মূলধন লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার প্রধান মন্ত্রিপরিষদ সচিব হায়াশি ইয়োশিমাসা এই ঘোষণা দেন।
ইয়োশিমাসা বলেছেন, ওই ব্যক্তিরা ( তাদের নাম প্রকাশ করা হয়নি) ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গে জড়িত ছিল। অর্থ ব্যবহার করে ভবিষ্যতে তারা একই ধরনের হামলা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত অক্টোবরে টোকিও হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় ব্যক্তি এবং একটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, এরপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টোকিও গাজা যুদ্ধের ক্ষেত্রে একটি সূক্ষ্ম লাইনে ধরে হাঁটার চেষ্টা করেছে।