ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা গাজায় তিন জিম্মিকে দুর্ঘটনাবশত সেনাদের হত্যার তদন্ত করছে। সেই সঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি নজিরবিহীন হামলা চালায়। সাম্প্রতিক ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, সেই হামলায় প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক ছিল।

 
পাশাপাশি প্রায় ২৫০ জন জিম্মি হয়, যাদের মধ্যে ১০৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে নিহত হয়েছে।

 

অন্যদিকে হামলার জবাবে হামাসকে নির্মূল করার লক্ষ্যে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে এবং গাজায় তার প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে। হামাস সরকারের মতে, যুদ্ধে এখন পর্যন্ত ১৮ হাজার ৮০০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

যুদ্ধের ৭২তম দিনে গত ২৪ ঘণ্টার পাঁচটি উল্লেখযোগ্য খবর : 

মিশ্র ইউরোপীয় সংকেত
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা তেল আবিব সফরে একটি ‘অবিলম্বে ও টেকসই’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

 
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে কথা বলার সময় কোলোনা বলেন, ‘অনেক বেসামরিক মানুষ নিহত হচ্ছে’।

 

সানডে টাইমসে ব্রিটিশ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং আনালেনা বেয়ারবকের যৌথ নিবন্ধ প্রকাশের কয়েক ঘণ্টা পর এ আহ্বান আসে। ওই নিবন্ধে যুদ্ধের ‘সাধারণ ও তাত্ক্ষণিক’ সমাপ্তি প্রত্যাখ্যান করে তার পরিবর্তে একটি ‘টেকসই যুদ্ধবিরতির’ পথের আহ্বান জানানো হয়েছে।

তবে ক্যামেরন এবং আনালেনা অবশ্য মানবিক বিরতির আহ্বান জানিয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে।

 

 

আরো ইসরায়েলি হামলা
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় রবিবার সকালে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

গাজার দ্বিতীয় শহর খান ইউনিসের পূর্বে বানি সুহাইলার দক্ষিণ পৌরসভায় ইসরায়েলি বিমান ও কামান হামলার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

‘রক্তস্নাত’ হাসপাতাল 
রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত উত্তর গাজার আল-শিফা হাসপাতালের ‘রক্তস্নাত’ জরুরি বিভাগের ‘পুনরুত্থানের প্রয়োজন’। 

ডাব্লিউএইচওর দল এবং জাতিসংঘের অন্যান্য সংস্থা শনিবার চিকিৎসা সরবরাহ করেছে।

 
এক বিবৃতিতে ডাব্লিউএইচও বলেছে, ‘হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয়ের জন্য হাসপাতাল ভবন এবং মাঠ ব্যবহার করছে’। পানীয় এবং খাবারের ‘প্রচণ্ড ঘাটতি’ রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

 

সংস্থাটি বলেছে, “দলটি জরুরি বিভাগকে ‘রক্তস্নাত’ হিসেবে বর্ণনা করেছে, ভেতরে শত শত আহত রোগী রয়েছে। প্রতি মিনিটে নতুন রোগী আসছে।”

পশ্চিম তীরে নিহত ৫
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে স্থানীয় সময় রবিবার সকালে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ১৯ এবং ২১ বছর বয়সী দুই ব্যক্তি হাসপাতালে মারা যাওয়ার ঘোষণার পর অভিযানে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে ২৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা
মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, একটি মার্কিন যুদ্ধজাহাজ শনিবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করা এক ডজনেরও বেশি ড্রোন লোহিত সাগরে গুলি করে ভূপাতিত করেছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, যুক্তরাজ্যের রয়াল নেভির যুদ্ধজাহাজ শুক্রবার-শনিবার রাতে লোহিত সাগরে একটি সন্দেহভাজন আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর চারটি প্রধান শিপিং সংস্থা অত্যাবশ্যক বাণিজ্য রুট লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালি দিয়ে যাতায়াত স্থগিত করেছে। সংস্থাগুলোর মতে, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে জাহাজগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বলেছেম লেবানন সীমান্তে একটি ‘শত্রু বিমানের’ হামলায় একজন সেনা নিহত হয়েছেন। ৭ অক্টোবর থেকে সেখানে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।