শব্দদুষণের নগরে পরিণত হয়েছে নিউইয়র্ক। সড়কে গাড়ির হর্ন বাজানোর অভ্যাস এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, কর্তৃপক্ষ এখন নয়েজ ট্রাফিক ক্যামেরা বসাতে বাধ্য হচ্ছে।
মাত্রাতিরিক্ত হংকিং এর জন্য চালকদের ৮০০ ডলার থেকে ২৫০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। সিটি কাউন্সিল এরই মধ্যে এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন দিয়েছে। স্টপ স্প্রেডিং দ্য নয়েজ অ্যাক্ট নামের এই আইনে ৮৫ ডেসিবলের বেশি শব্দ উৎপাদনকারী চালকরা এই জরিমানা দেবে। লনের ঘাসকাঁটা মেশিনের শব্দের মাত্রাকে হর্নের সর্বোচ্চ মাত্রা ধরা হবে। এ জন্য ২০২৫ এর ফলে আগেই সড়কে সড়কে বিশেষ ক্যামেরা বসানো হবে যাতে মাত্রতিরিক্ত হর্ন বাজানো চালকের গাড়ির নম্বর প্লেট স্ক্যান করতে পারবে এবং জরিমানা করতে পারবে।
জরিমানা শুরু হবে ৮০০ ডলারে যা সর্বোচ্চ ২৫০০ ডলার পর্যন্ত হতে পারে।
সিটি কাউন্সিল এরই মধ্যে মাত্রাতিরিক্ত হর্নের জন্য ৩১১ নম্বরে কল করে অভিযোগের সুযোগ তৈরি করেছে। ২০১৯ সালের অক্টোবরে এই নম্বর চালু করার পর অভিযোগ ২৪১% বেড়েছে।
এমনকি বাড়ির ভেতরেও শব্দদূষণ হচ্ছে। নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব হেলথ জানিয়েছে, অন্তত ২০ শতাংশ নিউইয়র্কার জানিয়েছে তারা ঘরে বসেই শব্দ দূষণের ভুক্তভোগী।
ম্যানহাটান কাউন্সিল মেম্বার কিথ পাওয়ারস এইন আইন পাশের ব্যাপারে কাজ করছেন। তিনি জানিয়েছেন ক্যামেরা বসানো এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক। ২০২৫ এর সেপ্টেম্বরের আগে নগরের ৫টি বোরোর প্রতিটিতে অন্তত ৫ টি করে ক্যামেরা বসানো হবে।
নিউইয়র্কে শব্দদুষণ, হর্ন বাজিয়েদের ধরতে ক্যামেরা বসাবে সিটি, ২৫০০ ডলার পর্যন্ত জরিমানা
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৫ এএম



আন্তর্জাতিক রিলেটেড নিউজ

নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করলো তুরস্ক

শুধু যুক্তরাষ্ট্র নয়, আমি পুরো বিশ্ব চালাচ্ছি: ট্রাম্প

কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৭

ইয়েমেনে মার্কিন হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী নিহত

পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের