ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভায় রদবদল করছেন। এর মধ্যে পরিবেশমন্ত্রী থেরেসি কফি সোমবার পদত্যাগ করেছেন।
কফি তার কার্যালয় থেকে প্রকাশিত সুনাককে লেখা একটি চিঠিতে বলেছেন, ‘আমি মনে করি এখনই সরকার থেকে সরে যাওয়ার সঠিক সময়।’
কফি স্বাস্থ্যমন্ত্রী, কর্ম ও পেনশন মন্ত্রীসহ বেশ কয়েকটি মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন।
কফিকে প্রতিক্রিয়া জানিয়ে সুনাক একটি চিঠিতে তার ‘নিবেদিত পরিষেবার’ জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে একই দিনে ডানপন্থী মন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বরখাস্ত করেন সুনাক। ব্রাভারম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন জেমস ক্লিভারলি, যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র : রয়টার্স