জার্মানির উত্তরাঞ্চলীয় হামবুর্গ শহরের বিমানবন্দরে এক মেয়েকে জিম্মি করার ঘটনায় সেখান থেকে বিমান চলাচল স্থগিত রয়েছে। জানা গেছে, অস্ত্রধারী এক ব্যক্তি নিজের গাড়িতে একটি মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন। ধারণা করা হচ্ছে, নিজের চার বছর বয়সী মেয়েকেই জিম্মি করেছেন অস্ত্রধারী সেই ব্যক্তি। এ ঘটনার পর শনিবার রাতেই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।
অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ। পরিস্থিতি সামলাতে বিপুলসংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিউএটির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ওই ব্যক্তির সঙ্গে কথা বলে একটি সমাধান বের করার চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে, ‘এটি একটি ভালো দিক যে অস্ত্রধারী ওই ব্যক্তির সঙ্গে লম্বা সময় ধরে আলোচনা চলছে এবং তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুলিশ বলেছে, ‘অভিযান চলছে।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে যাত্রী ও সাধারণ মানুষকে বিমানবন্দর থেকে দূরে থাকতে বলেছে পুলিশ। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে। বিমানবন্দরের দিকে চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন সেই ব্যক্তি। রবিবার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের’ বিষয়ে অবহিত করেন এবং এর কিছুক্ষণ পরই সেই ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
পুলিশ জানায়, প্রবেশের সময় ওই ব্যক্তি দুই রাউন্ড ফাঁকা গুলি এবং একধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন। এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানের পাশে গিয়ে অবস্থান নেন।
পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা ডিপিএকে জানান, অস্ত্রধারী ওই ব্যক্তির সঙ্গে তুর্কি ভাষায় আলোচনা চলছে।
এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে টার্কিশ এয়ারলাইনসসহ বেশ কয়েকটি বিমানের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার সকালের এ ঘটনায় প্রায় তিন হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েছে। তা ছাড়া ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।