যুক্তরাষ্ট্রের সিনেটের অধিবেশনে আইনপ্রণেতারা ইসরায়েলে জরুরি সহায়তা তহবিল পাঠানোর বিষয়ে সমর্থন দিয়েছেন। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বক্তব্য শুরু করলে প্রতিবাদ জানান বেশ কয়েকজন বিক্ষোভকারী। ইসরায়েলে সহায়তা পাঠানোর পরিবর্তে তারা গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান।
অধিবেশনটি অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার।
বিবিসিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, জাতীয় নিরাপত্তা তহবিল নিয়ে বক্তব্য দিচ্ছেন ব্লিনকেন।
ক্যাপিটল পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের কক্ষ থেকে বের করে দেয়।
অধিবেশনে অনেক বিক্ষোভকারী গোলাপি রঙের পোশাক পরেছিলেন। ব্লিনকেনের বক্তব্যের সময় তাঁরা ‘গাজা অবরোধ বন্ধ করুন’ লেখা ব্যানার বহন করেন।
বিক্ষোভকারীদের বের করে দেওয়া হলে বক্তব্য শুরু করেন ব্লিনকেন। বক্তব্যের শেষে বিক্ষোভকারীদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা সবাই বেসামরিক জীবন রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সবাই এর অবসান দেখতে বদ্ধপরিকর। তবে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে দাঁড়ানোটাও জরুরি।’
ইসরায়েলকে সমর্থন করার দীর্ঘ ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রের। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটিকে ১৫ হাজার ৮০০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।