চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী লি কেকিয়াং ৬৮ বছর বয়সে মারা গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। গত বছর অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি ছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর তিনি সাংহাইতে ছিলেন।
২০১৩ সাল থেকে প্রায় ১০ বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি। মাত্র ১০ মাস আগে চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যান কেকিয়াং। অবসরে যাওয়ার আগপর্যন্ত তিনি ছিলেন চীনা ক্ষমতা কাঠামোর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি।
লিকে প্রাক্তন নেতা হু জিনতাওয়ের পাশেও দাঁড়াতে দেখা গেছে, যাকে চীনের প্রেসিডেন্ট শির নির্দেশে গত বছরের পার্টি কংগ্রেসের মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। লির মৃত্যুতে অনলাইনে ব্যাপকভাবে শোক প্রকাশ করা হচ্ছে। চীনা সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি বলেছেন, ‘তাঁর মৃত্যুতে আমরা স্তম্ভিত।’ অভিজাত পিকিং বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত এই নেতা। যিনি অর্থনৈতিক নীতিতে বাস্তববাদী হওয়ার জন্য পরিচিত ছিলেন।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির একজন অধ্যাপক বার্ট হফম্যান বিবিসির নিউজডে প্রোগ্রামকে বলেছেন, ‘তিনি একজন অত্যন্ত উত্সাহী খোলামেলা মনের মানুষ ছিলেন। যিনি সত্যিই চীনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবং জীবনের সর্বস্তরের মানুষের সঙ্গে খোলামেলা আলোচনার সুবিধা দিয়েছিলেন।’