ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জোনাথন কনরিকাস অস্ট্রেলিয়ান এবিসি রেডিওকে বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যদি সব জিম্মিকে মুক্তি না দেয় এবং তাদের অস্ত্র না রাখে বা যুদ্ধ বন্ধ না করে, তবে গাজা উপত্যকায় ইসরায়েলের পরিকল্পিত স্থল অভিযান অনিবার্য।
স্থল অভিযান ‘অনিবার্য’ কিনা জানতে চাইলে কনরিকাস বলেন, ‘এখানে লক্ষ্য হলো হামাসকে তার সামরিক সক্ষমতা থেকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। যদি এটি বিমান থেকে এবং নির্দিষ্ট দূরত্ব থেকে করা যায়, আমাদের সেনাদের ওপর খুব সীমিত প্রভাব পড়ে এবং মাটিতে কম ক্ষয়ক্ষতি হয়, তাহলে এটি দুর্দান্ত হবে।’
তিনি আরো বলেছেন, যদি হামাস তাদের গোপন স্থান থেকে বেরিয়ে আসে, যেখানে তারা ইসরায়েলি বেসামরিকদের লুকিয়ে রেখেছে, ২১২ জন জিম্মিকে ফিরিয়ে দেয় এবং নিঃশর্ত আত্মসমর্পণ করে, তাহলে যুদ্ধ হবে না।
আইডিএফ মুখপাত্র বলেন, ‘এই যুদ্ধের শেষ অবস্থা হলো, হামাসের শেষ হয়ে যাওয়া, যারা কখনোই কোনো ইসরায়েলি বেসামরিক নাগরিককে হুমকি দেওয়ার ক্ষমতা রাখবে না এবং অবশ্যই ৭ অক্টোবরে তারা যে ধরনের ভয়াবহ আক্রমণ করেছিল তা আর করতে পারবে না। এটাই আমাদের লক্ষ্য।’
এদিকে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, আইডিএফ সোমবার বলেছে, তারা গত দিনে গাজা উপত্যকায় হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রায় ৩২০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আইডিএফ গাজায় একটি স্থল অভিযানের জন্য প্রস্তুত হওয়ার সময় সামরিক বাহিনী বলেছে, তাদের হামলাগুলো এমন জায়গাগুলোর ওপর জোর দিচ্ছে, যেগুলো বাহিনীকে সম্ভাব্য বিপদে ফেলতে পারে।