এর আগে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাঋণ মওকুফের আওতায় আসা শিক্ষার্থীরা যথন তাদের বার্তা পেতে শুরু করেছেন, তখন প্রেসিডেন্ট জো বাইডেন তার মওকুফের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিলেন। তার তাতে যুক্তরাষ্ট্রের আরও ১২৫০০০ শিক্ষার্থী তাদের শিক্ষাঋণের বোঝামুক্ত হতে পারবেন।

এই সিদ্ধান্তের কারণে আরও ৯ বিলিয়ন ডলার মওকুফ করলো বাইডেন প্রশাসন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ৩.৬ মিলিয়ন ঋণগ্রাহকের মোট ১২৭ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করা হলো।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে এসব জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন মনে করেন কলেজ হবে দেশের মধ্যবিত্ত শ্রেণির জন্য সামনে এগিয়ে যাওয়ার টিকেট, সেটি যেনো পরিবারের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়।

বুধবার দিনের পরের দিকে এ বিষয়ে আনুষ্ঠানি বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বাইডেন।

২০২০ সালের নির্বাচনে লড়াইয়ের সময় তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিরো শিক্ষার্থীদের ঋণের বোঝামুক্ত করার। কিন্তু সুপ্রিম কোর্টে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠদের বিরোধীতায় তা তিনি করতে পারছিলেন না। শেষ পর্যন্ত নির্বাহী ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন প্রেসিডেন্ট বাইডেন।