মেক্সিকোর দক্ষিণে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন ভেনেজুয়েলা ও হাইতিয়ান অভিবাসী নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একটি সংশোধিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
দেশটির ওয়াক্সাকা প্রদেশের প্রসিকিউটর আগে এক বিবৃতিতে বলেছিলেন, প্রাথমিকভাবে ১৮ জন মারা গেছেন বলে জানা গেছে।
ওয়াক্সাকা প্রদেশের বেসামরিক সুরক্ষা বিভাগ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে।
সম্প্রতি আমেরিকায় প্রবেশের লক্ষ্য নিয়ে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে বাস, ট্রাক ও মালবাহী ট্রেনে করে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী আসছেন মেক্সিকোতে। মেক্সিকোকে এক্ষেত্রে করিডোর হিসেবে ব্যবহার করছেন তারা।