উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ২৩ জন ভারতীয় সেনা সদস্যসহ অন্তত ৮০ জন নিখোঁজ রয়েছেন। সিকিমে আকস্মিক বন্যার কারণে ইতিমধ্যেই দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি বৃদ্ধি পেয়ে উপচে পড়তে থাকে। বৃষ্টির ফলে তিস্তার পানির স্তর বেড়ে যায়।
তিস্তা নদীর পানি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশের বাঁধ থেকে নদীতে আরো পানি আসার পর পরিস্থিতি ব্যাপক খারপ হয়েছে। রাজ্যের বাকি অংশের সঙ্গে উত্তরাঞ্চলের সংযোগকারী দুটি সেতু ভেঙে গেছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ সংস্থা বিবিসিকে বলেছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। রাজ্যের অন্যান্য অংশেও উদ্ধার অভিযান চলছে। বন্যায় সমগ্র এলাকা প্লাবিত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় আটকে পড়াদের মধ্যে ৩ হাজারেরও বেশি পর্যটক রয়েছে। হিমালয় রাজ্য বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। গত বছর এই এলাকায় ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং কমপক্ষে ২৪ জনের মৃত্যু ঘটেছিল।