শক্তিশালী ঝড়ে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের অনেক পাতাল রেল ব্যবস্থা, রাস্তা ও মহাসড়ক প্লাবিত হয়েছে এবং লগার্ডিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ হয়ে গেছে।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, রাতভর কিছু এলাকায় পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং আরো সাত ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গভর্নর হচুল বলেন, ‘আমরা পুরো অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত দেখছি, তার কারণে আমি নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও হাডসন উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করছি।
ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, মানুষ হাঁটু পর্যন্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তা ও পাতাল রেল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) মানুষকে ভ্রমণের প্রয়োজন না হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।
নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকা ও পূর্ব উপকূল বরাবর অন্য বড় শহরগুলোতে প্রায় ১৮ মিলিয়ন মানুষের জন্য আবহাওয়া পরিষেবার বন্যা সতর্কতা ও পরামর্শগুলো বর্তমানে কার্যকর রয়েছে।