আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বরিস জনসন।
বিবিসির খবরে বলা হয়েছে, সরকার ও দলে নজিরবিহীন চাপে পড়ে পদ ছাড়লেন তিনি। তবে নতুন নেতা নির্বাচিত করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
পদত্যাগ বার্তায় বরিস জনসন বলেন, রাজনীতিতে কেউই অপরিহার্য নয়। তিনি বলেন, যুক্তরাজ্যের মেধাবী এবং ডাউনিং স্ট্রিট নতুন নেতা নির্বাচিত করবে। এই প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আল জাজিরা