আর্ন্তজাতিক ডেস্ক: এবার শিক্ষাবৃত্তি নিয়েও দেশের বাইরে যেতে পারবে না আফগানিস্তানের নারীরা। নারী শিক্ষার ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল বর্তমান আফগান সরকার। এবার দেশটির নারীদের বিদেশে যাওয়ার পথও রুদ্ধ হলো এই নিষেধাজ্ঞার ফলে।

নাম প্রকাশে  অনিচ্ছুক এক ২০ বছর বয়সী আফগান নারী বলেছেন, ‌‌‌‘সরকার বিশ্ববিদ্যালয়ে নারীদের যাওয়ার পথ বন্ধ করার পর আমার একমাত্র আশা ছিল বিদেশি স্কলারশিপ। এবার সেই পথও রুদ্ধ হল।’

ওই নারী আরো জানিয়েছেন, নিজের মাতৃভূমির বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ন্যূনতম সুযোগ থাকলেও তিনি লেখাপড়া চালিয়ে যেতেন। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেও ওই নারী নতুন নিষেধাজ্ঞার কারণে যেতে পারছেন না।

নিজেদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নারীদের দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্তমান আফগান সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক আফগান নারী বিদেশে শিক্ষাবৃত্তি পেয়েছে। যাদের মধ্যে অনেকে এরইমধ্যে দুবাই পৌঁছেছে। তবে অনেকেই আটকে গেছেন নতুন নিষেধাজ্ঞার জালে।

এরইমধ্যে স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে চাওয়া ৬০ জনের মতো নারী শিক্ষার্থীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে আফগান সরকার। এছাড়াও নারীদের একক ভ্রমণও নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সূত্র: বিবিসি