আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের সামরিক বাহিনীর টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হয়। পরে অবশ্য তা পুনরুদ্ধার করা হয়। তবে এর আগেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন এবং টুইটারে বেশ কয়েকটি রিটুইট করা হয়। এ ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। সোমবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকের পর বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একটি ভিডিও ইউটিউব চ্যানেলে হাজির হয়। অন্যদিকে আরেক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার হ্যাক হওয়ার পর সেখানে এনএফটি-এর সাথে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। এনএফটি মূলত বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক। টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। তারা জানিয়েছে, তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নেয়া হয়েছে এবং সমস্যাটির সমাধান করা হচ্ছে।
হ্যাক হওয়া দু’টি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাজ্যের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর কোনো মন্তব্য করা উচিত হবে না।’ বিবিসি বলছে, হ্যাকিংয়ের ঘটনার পেছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এছাড়া অ্যাকাউন্ট হ্যাক করার পর হ্যাকাররা অ্যাকাউন্টগুলোর নামও পরিবর্তন করে দেয়।
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পর ব্রিটিশ সেনাবাহিনী এক টুইট বার্তায় জানায়, ‘আমাদের ফিডে সাময়িক অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করব এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবো। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ এবং স্বাভাবিক পরিষেবা এখন আবার শুরু হবে।’