আর্ন্তজাতিক ডেস্ক: মিডিয়া মুঘল রুপার্ট মারডকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন মার্কিন সাবেক সুপার মডেল জেরি হল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এই ধনকুবের সঙ্গে সাংসারিক জীবনের ইতি চেয়ে আবেদন করেছেন তিনি। ব্যাপক মতপার্থক্যের কারণে দাম্পত্যে ইতি টানতে চান বলে জানিয়েছেন মাত্র ছয় বছর আগে মারডকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জেরি।
৯১ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিবাহ বিচ্ছেদ। আর ৬৬ বছর বয়সী জেরি হল রোলিং স্টোনসের মিক জ্যাগারের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। মার্কিন গণমাধ্যম বলছে, মারডক এবং জেরি হলের এই বিচ্ছেদ তাদের পরিবারের কাছে অনেকটা আশ্চর্যজনক হিসেবে এসেছে।
রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ করপোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম সংবাদমাধ্যম ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল এবং ব্রিটেনের দ্য সান ও দ্য টাইমস। ২০১৬ সালে জেরিকে বিয়ের পর এই মিডিয়া মুঘল বলেন, নতুন স্ত্রীকে আরও বেশি সময় দিতে চান তিনি। বিয়ের সময় এই ধনকুবের টুইটারে ঘোষণা দেন, তিনি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান এবং সুখী মানুষ। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বন্ধ করে দেবেন বলেও জানান।
২০১৮ সালে বড় ছেলে ল্যাচলানকে ফক্স কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা দেন মারডক। এছাড়া ওয়াল্ট ডিজনি কোম্পানির কাছে একুশ শতকের ফক্সের বেশিরভাগ অংশ বিক্রি করে দেন তিনি।
বিয়ের পর জেরি হল এবং মারডক দম্পতিকে বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা যায়। নিউইয়র্ক টাইমস বলছে, ৯০তম জন্মদিনের পার্টিতে জেরি হলের সঙ্গে বেশ উৎফুল্ল দেখা যায় মারডককে।
জ্যাগারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল টেক্সান মডেল ও অভিনেত্রী জেরি হলের। তাদের চারটি সন্তানও আছে। ১৯৯০ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হিন্দু বিয়ের এক অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই জুটি। তবে এক দশকের কম সময় পর লন্ডনের হাইকোর্ট অব জাস্টিসে তাদের সেই বিয়েকে অবৈধ বলে ঘোষণা দেয়া হয়। কারণ হিসেবে বলা হয়, তাদের বিয়ে ব্রিটিশ অথবা ইন্দোনেশীয় আইন অনুযায়ী বৈধভাবে সম্পন্ন হয়নি।
রুপার্ট মারডক প্রথম বিয়ে করেন অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারকে। তাদের সেই সংসার টিকে মাত্র দুই বছর; ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত। পরে স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মানকে ১৯৬৭ সালে বিয়ে করেন তিনি; সেটিও বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। একই বছর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মারডক। আর এই বিয়েও টিকে ২০১৪ সাল পর্যন্ত।