আর্ন্তজাতিক ডেস্ক: এক ফিলিস্তিনি বন্দুকধারী মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে একটি বসতিতে ইসরায়েলিদের একটি দলকে লক্ষ্য করে গুলি চালালে ছয়জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। পরে ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।

পশ্চিম তীরে একটি ইহুদি বসতিকে উল্লেখ করে পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মালেহ আদুমিমে এক সন্ত্রাসী একদল লোককে লক্ষ্য করে গুলি চালায়। সন্ত্রাসীকে একজন অকর্তব্যরত সীমান্ত পুলিশ কর্মকর্তা নিষ্ক্রিয় করেছেন।

’ পুলিশ পরে এএফপিকে নিশ্চিত করেছে, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হামলাকারী মুহান্নাদ মোহাম্মদ আল-মাজারাহ (২০) ‘দখলদারদের বুলেটে’ নিহত হয়েছেন।

জেরুজালেমের দুটি হাসপাতাল বলেছে, তারা হামলায় আহত এক কিশোরসহ ছয়জনকে চিকিৎসা দিচ্ছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বন্দুকধারীকে গুলি করা কর্মকর্তা জানিয়েছেন, তিনি একটি সেলুনে ছিলেন।

হঠাৎ গুলি ও চিৎকার শুনে তিনি বাইরে ছুটে গিয়ে আততায়ীকে দেখতে পান। তিনি হলুদ ভেস্ট পরা এক ব্যক্তিকে পিস্তল ধরে থাকতে দেখেছেন।

 

এই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের প্রচারিত একটি ভিডিওতে তিনি বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না, সে সন্ত্রাসী।

আমি তাকে থামানোর জন্য চিৎকার করেছিলাম এবং আমার বন্দুকটি তাক করেছিলাম। সে আমাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং আমি বুঝতে পারি সে সন্ত্রাসী।’ এ অবস্থায় ওই কর্মকর্তা পাল্টা গুলি করে বন্দুকধারীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হন বলে পুলিশ জানিয়েছে।

 

এ ঘটনার পর মালেহ আদুমিমে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ঘটনাস্থল পরিদর্শনে যান।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে আছে।

গত বছরের শুরু থেকে এই অঞ্চলটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ফিলিস্তিনিদের আক্রমণের পাশাপাশি ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা দেখেছে। উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে যুক্ত সহিংসতায় চলতি বছরে এ পর্যন্ত কমপক্ষে ২০৪ ফিলিস্তিনি, ২৭ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের পক্ষে যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলের পক্ষে আরব সংখ্যালঘুর তিন সদস্য রয়েছে।

 

ইসরায়েল অধিভুক্ত পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরে প্রায় তিন মিলিয়ন ফিলিস্তিনি বাস করে। সেই সঙ্গে প্রায় চার লাখ ৯০ হাজার ইসরায়েলি আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচিত বসতিতে বাস করে।

সূত্র : এএফপি