আর্ন্তজাতিক ডেস্ক: এক ফিলিস্তিনি বন্দুকধারী মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে একটি বসতিতে ইসরায়েলিদের একটি দলকে লক্ষ্য করে গুলি চালালে ছয়জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। পরে ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।
পশ্চিম তীরে একটি ইহুদি বসতিকে উল্লেখ করে পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মালেহ আদুমিমে এক সন্ত্রাসী একদল লোককে লক্ষ্য করে গুলি চালায়। সন্ত্রাসীকে একজন অকর্তব্যরত সীমান্ত পুলিশ কর্মকর্তা নিষ্ক্রিয় করেছেন।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হামলাকারী মুহান্নাদ মোহাম্মদ আল-মাজারাহ (২০) ‘দখলদারদের বুলেটে’ নিহত হয়েছেন।
জেরুজালেমের দুটি হাসপাতাল বলেছে, তারা হামলায় আহত এক কিশোরসহ ছয়জনকে চিকিৎসা দিচ্ছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বন্দুকধারীকে গুলি করা কর্মকর্তা জানিয়েছেন, তিনি একটি সেলুনে ছিলেন।
এই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের প্রচারিত একটি ভিডিওতে তিনি বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না, সে সন্ত্রাসী।
এ ঘটনার পর মালেহ আদুমিমে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ঘটনাস্থল পরিদর্শনে যান।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে আছে।
ইসরায়েল অধিভুক্ত পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরে প্রায় তিন মিলিয়ন ফিলিস্তিনি বাস করে। সেই সঙ্গে প্রায় চার লাখ ৯০ হাজার ইসরায়েলি আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচিত বসতিতে বাস করে।
সূত্র : এএফপি