নিউইয়র্ক: নিউইয়র্ক সিটিতে বাস, ট্রেন ভাড়া ব্রীজের টোল বাড়ছে সেপ্টেম্বর থেকে। গত সোমবার মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ) বোর্ড প্রস্তাবের ঘোষণা দিয়েছে। সিটির বাস ট্রেন ভাড়া .৭৫ ডলার থেকে বেড়ে .৯০ ডলারে উন্নীত হবে। এটি হচ্ছে বেজ ভাড়া। প্রতি সপ্তাহের আনলিমিটেড রাইডের টিকেটের দাম বাড়ছে ডলার। অর্থাৎ তা ৩৩ থেকে ৩৪ ডলার হচ্ছে। মাসিক আনলিমিটেড মেট্রোকার্ডের বর্তমান মূল্য ১২৭ ডলার। তা সেপ্টেম্বর থেকে হচ্ছে ১৩২ ডলার। ২০১৫ সালের পর মেট্রোকার্ডের বেজ ফেয়ার এই প্রথমবারের মতো বাড়ছে।

ট্রাইব্যরো, হোয়াইট স্টোন থ্রগসনেক, মিডটাউন টানেল, ভেরাজানো-ন্যারোজ ব্রীজ ব্যাটারি টানেলের বর্তমান টোল .৫৫ ডলার। তা বেড়ে এখন হবে .০১ ডলার।

এমটিএ প্রস্তাবটি পাবলিক হেয়ারিং এর জন্য জুনে উত্থাপিত হবে। ধারনা করা হচ্ছে, জুলাই নাগাদ এমটিএ বোর্ডে তা চূড়ান্ত হবে। বোর্ডে তা অনুমোদিত হলে সেপ্টেম্বরে লেবার ডে উইকেন্ডের পর থেকে বর্ধিত ট্রেন-বাস ভাড়া টোল আদায় করা হবে।