সকল বিভাগে পুরুষ এবং নারী ক্রিকেটারদের বেতন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর তাই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বছরে ৩ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি টাকা আয় করতে যাচ্ছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স।
সিএ'র সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭.৫ শতাংশ বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, পরের চার বছর আরও দুই শতাংশ করে বাড়ানো হবে পুরুষ ক্রিকেটারদের বেতন। আর এসব হিসেবেই সবচেয়ে বেশি টাকা পাবেন কামিন্স।
একইভাবে যেসব ক্রিকেটার বছরে ৯ লাখ ৫০ হাজার ডলার আয় করতেন, তাদের বেতনও এক মিলিয়ন বা এর বেশি হয়ে যাবে। বিগ ব্যাশ লিগে খেলা ক্রিকেটারদের বেতনও বাড়ানো হয়েছে।
প্রতি আসরে দলগুলো তিন মিলিয়ন ডলার করে পাবে। যেখানে আগে পেত দুই মিলিয়ন ডলার করে। আসরের 'টপ প্লেয়ার' যারা তাদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। যা প্রায় চার লাখ ২০ হাজার ডলার।
যেসব ক্রিকেটারদের রিটেইন করা হবে, গড়ে তারা পাবেন এক লাখ ৬৭ হাজার ডলার। যা আগের থেকে ৫০ শতাংশ বেশি। যেসব ক্রিকেটারদের রিটেইন করা হবে, তাদের কমপক্ষে ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া নারী ক্রিকেটারদের বেতনও বাড়ানো হয়েছে ব্যাপকভাবে। জাতীয় এবং স্টেট পর্যায়ে খেলা নারী ক্রিকেটারদের বেতন ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে।। ঘরোয়াতেও তাদের বেতন বাড়ানো হয়েছে। এ ছাড়া মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে ম্যাচ ফি পর্যন্ত সকল ক্ষেত্রেই নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।