অসদাচরণের অভিযোগে উলভসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিইস কুনহাকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।  

শনিবার ইপসুইচের বিপক্ষে উলভসের ২-১ গোলে হারের ম্যাচে কুনহা অপ্রত্যাশিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি ইপসুইচের নিরাপত্তাকর্মীর মাথার পেছন দিকে কনুই দিয়ে আঘাত করেন এবং ওই ব্যক্তির চশমা কেড়ে নেন। ১

২৫ বছর বয়সী কুনহাকে এই অভিযোগের জবাব দিতে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া দিয়েছে এফএ।

এই ঘটনায় তিনি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

 

কুনহা চলতি মৌসুমে উলভসের হয়ে ১৬ ম্যাচে ৮ গোল করেছেন। ঘটনার ওই ম্যাচে জ্যাক টেলরের শেষ মুহূর্তের গোলে হেরে যায় ইপসুইচের কাছে হেরে যায় উলভস। এ হারে প্রিমিয়ার লিগের ১৯তম স্থানে নেমে কুনহার দল।

তাদের পরবর্তী ম্যাচ রবিবার লেস্টার সিটির বিপক্ষে।