অসদাচরণের অভিযোগে উলভসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিইস কুনহাকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
শনিবার ইপসুইচের বিপক্ষে উলভসের ২-১ গোলে হারের ম্যাচে কুনহা অপ্রত্যাশিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি ইপসুইচের নিরাপত্তাকর্মীর মাথার পেছন দিকে কনুই দিয়ে আঘাত করেন এবং ওই ব্যক্তির চশমা কেড়ে নেন।
২৫ বছর বয়সী কুনহাকে এই অভিযোগের জবাব দিতে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া দিয়েছে এফএ।
কুনহা চলতি মৌসুমে উলভসের হয়ে ১৬ ম্যাচে ৮ গোল করেছেন। ঘটনার ওই ম্যাচে জ্যাক টেলরের শেষ মুহূর্তের গোলে হেরে যায় ইপসুইচের কাছে হেরে যায় উলভস। এ হারে প্রিমিয়ার লিগের ১৯তম স্থানে নেমে কুনহার দল।