ফিফা গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে, যা মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার বিশ্বকাপ আয়োজনের ঘটনা। ২০২২ সালে সফলভাবে কাতারে বিশ্বকাপ আয়োজিত হওয়ার এক যুগ পর আবার মরুর দেশে বিশ্বকাপ আয়োজিত হবে। মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সৌদি আরব ফুটবলের অগ্রগতির প্রশংসা করে রোনালদো বলেছেন, ২০৩৪ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’।
বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতিকে সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। সব মিলিয়ে ২৩টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। সৌদি ফেডারেশন তাদের প্রাথমিক পরিকল্পনায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রেখেছে কিং সালমান স্টেডিয়ামে। কিন্তু এটি এখনো নির্মীয়মাণ।
রোনালদো আরো বলেন, ‘সৌদি প্রো লিগের মান অনেক বেড়েছে। এখন সাত বা আটটি শক্তিশালী ক্লাব রয়েছে যেগুলোকে হারানো কঠিন। সৌদি খেলোয়াড়দের মানও দারুণ।’
রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দিয়েসৌদি ফুটবলের নতুন যুগের সূচনা করেছিলেন।
সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের ঘোষণাকে আরব দেশগুলো বিশেষ সাফল্য হিসেবে দেখছে। দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ সৌদি আরব ও মরক্কোকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, ‘পরপর দুটি বিশ্বকাপ আমাদের অঞ্চলে। এটি আরব বিশ্বের জন্য গর্বের।’
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। এ নিয়ে রোনালদো বলেছেন, ‘পর্তুগালে বিশ্বকাপ আয়োজন একটি স্বপ্ন পূরণ। আমি আনন্দিত।’