পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশ প্রকাশিত হয়েছে গতকাল। ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নিরঙ্কুশ আধিপত্য রিয়াল মাদ্রিদের। তবে জায়গা মেসি-রোনালদোর।
চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ জন আছেন একাদশে।
রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন গেল মৌসুম শেষে অবসর নেওয়া টনি ক্রুস। অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্তনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।
তবে এই প্রথম ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে নেই মেসি। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর এই একাদশে ছিলেন তিনি। সেরা একাদশে নেই ক্রিস্টিয়ানো রোনালদোও।
বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।