ম্যানচেস্টার ইউনাইটেডে যখন যোগ দিলেন নানি তখন তারকার অভাব ছিল না স্যার অ্যালেক্স ফার্গুসনের দলে। তবে ঠিকই ক্রিস্টিয়ানো রোনালদো-ওয়েইন রুনি-কার্লোস তেভেজদের ভিড়ে নিজের জায়গা পাকাপোক্ত করেন পর্তুগালের সাবেক উইঙ্গার।
সাবেক বলার কারণ আজ সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়েছেন নানি। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় নানি বলেছেন, ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। অবিশ্বাস্য এক যাত্রা ছিল।
২০০৫ সালে স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন নানি। স্বদেশি ক্লাবের হয়ে দুই মৌসুম খেলার পর বিশ্বের অন্যতম সেরা কোচ ফার্গুসনের ডাকে ম্যানইউতে যোগ দেন ২০০৭ সালে। প্রিমিয়ার লিগে এসে ক্লাবটির তারকাদের ভিড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দলটির হয়ে প্রথম মৌসুমে জেতেন চ্যাম্পিয়নস লিগ।
দীর্ঘ ক্যারিয়ারে স্পোর্টিং সিপি-ম্যানইউ ছাড়াও খেলেছেন ফেনারবাচ, ভ্যালেন্সিয়াসহ দেশ-বিদেশের আরো বেশ কিছু ক্লাবে। পর্তুগালের হয়ে ২০০৬ সালে অভিষেক হয় নানির। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচ খেলে করেছেন ২৪ গোল। রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিতেছেন ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ ট্রফি।