অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছে ভারত। ভারতকে অলআউট করার পথে মূল ভূমিকা ছিল মিচেল স্টার্কের। নিয়েছেন ৪৮ রানে ৬ উইকেট।
দিনের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে এলবিডাব্লিউতে আউট করেই শুরু, শেষটা করেছেন নীতিশ কুমার রেড্ডিকে ট্রাভিস হেডের ক্যাচ বানিয়ে।
স্টার্কের ৯১ টেস্টের ক্যারিয়ারে এটিই সেরা বোলিং। এত দিন সেরা ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট। এদিন আরেক রেকর্ড করেন এই পেসার।
দুই উইকেট করে নিয়েছেন স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স। জশ হ্যাজলউডের বদলি হিসেবে মাঠে নেমে সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন বোল্যান্ড। শুবমান গিল ও রোহিত শর্মা দুইজেনকেই এলবিডবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নীতিশ রেড্ডি। ৩৭ রান আসে রাহুলের ব্যাট থেকে।