আয়ারল্যান্ডকে ধবলধোলাই করার সিরিজটা বলা যায় দুই ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকির। তবে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নেওয়া নাহিদা আক্তারেরও কম অবদান ছিল না। সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারই পেয়েছেন বাঁহাতি স্পিনার। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ আসলে বাংলাদেশের মেয়েদের জন্যই সুখবর বয়ে এনেছে।
আইসিসির বোলারদের র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন নাহিদা। তিন ধাপ এগিয়ে ৭ নম্বরে আছেন ২৪ বছর বয়সী স্পিনার। এর আগে গত মার্চে বাংলাদেশের হয়ে প্রথম বোলার হিসেবে ১০ নম্বরে জায়গা করে নিয়েছিলেন তিনি। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নেওয়া সুলতানা খাতুনেরও উন্নতি হয়েছে।
অন্যদিকে ১০ উন্নতি হয়ে ৫৭ নম্বরে থাকা ফাহিমা খাতুনের বিপরীতে ১৩ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে আছেন পেসার মারুফা আক্তার।
ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে সুপ্তা ও পিংকির। প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলতে নেমে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২১১ রান করেছেন সুপ্তা।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে আছেন। আর ১২ ধাপ এগিয়ে ৯২ নম্বরে আছেন সোবহানা মোস্তারি। ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষ ১৫ নম্বরে কোনো পরিবর্তন নেই। ৭৬০ রেটিং নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের ব্যাটার নাট সিভার-ব্রান্ট।