কয়েক ঘণ্টার ব্যবধানে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। নাজমুল হোসেন শান্ত চোটে থাকায় বিকেলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। তিন ম্যাচ সিরিজে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ।
সুপার৫০ তে দুর্দান্ত খেলার পুরস্কারই পেয়েছেন আমির। ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান করেছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৮ ডিসেম্বর। সব ম্যাচ সেইন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল-
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেমরন রাদারফোর্ড, জেডন সিলস ও রোমারিও শেফার্ড