আঙুলের চোটে চলমান শ্রীলঙ্কা সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডার। তার বদলি হিসেবে ম্যাথু ব্রিটস্কিকে দলে নিয়েছে প্রোটিয়ারা।

লঙ্কানদের বিপক্ষে চলতি প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় এই চোট পান মুল্ডার। লাহিরু কুমারার করা ২৭তম ওভারের প্রথম বলে ডিফেন্ড করেন তিনি।

বল ছোবল দেয় তার ডানহাতের মধ্যমায়। মাঠে ১০ মিনিটের বেশি চিকিৎসার পর খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে দুটি বল খেলে আর টিকে থাকতে পারেননি, মাঠ ছাড়েন আহত অবসর হয়ে।

 

পরে মুল্ডারের আঙুলে এক্স-রে করানো হয়।

যেখানে তার চিড় ধরা পড়ে। পরে অবশ্য দ্বিতীয় ইনিংসেও তিনে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে আউট হন।