সকালের সূর্য দিনের সঠিক পূর্বাভাস দেয় না। তা আরেকবার প্রমাণিত হলো। পার্থ টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়াতে যারা ধরে নিয়েছিল ম্যাচ হারতে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ-বিরাট কোহলিরা, তাদের গালে যেন চপেটাঘাতই করল ভারত। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয় ভারতের। ২০১৮ সালে পার্থ স্টেডিয়াম উদ্বোধনের পর এই মাঠে প্রথম হার অস্ট্রেলিয়ার। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে পুরনো সিংহাসনেও ফিরেছে ভারত।
নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারায় ভারত।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫ ম্যাচ খেলে ভারতের জয়ের শতাংশ ৬১.১১।