পয়া মাঠ বলে কথা! অবশ্য শুধু পার্থ নয়, অস্ট্রেলিয়ার মাঠ মানেই বিরাট কোহলির জন্য রানের ফোয়ারা ফোটানোর ক্ষেত্র। এবারও যেন তা ব্যতিক্রম হচ্ছে না। সিরিজের শুরুতে সেই আভাসই দিয়ে রাখল ভারতীয় ব্যাটারের ব্যাট।
পার্থে প্রথম ইনিংসে ৫ রানে আউট হলে যারা সাম্প্রতিক সময়ের বাজে ছন্দের কোহলির ক্যারিয়ার শেষ বলে ভাবছিলেন, তাদেরকে দ্বিতীয় ইনিংসে মুদ্রার উল্টো পিঠটাও দেখিয়েছেন কোহলি।
দীর্ঘ ১৬ মাস পর পাওয়া টেস্টের সেঞ্চুরিতে বেশ কিছু রেকর্ডও গড়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে এখন ভারতের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। ৭ সেঞ্চুরি হাঁকিয়ে পেছনে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে (৬)। দুই দলের হিসেবে অবশ্য সমান সংখ্যক সেঞ্চুরি আছে রিকিং পন্টিংয়েরও (৭)।
আর সেটা হচ্ছে টেস্ট সেঞ্চুরির কীর্তিতে। ২৯ সেঞ্চুরি নিয়ে এতদিন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যানের পাশে ছিলেন কোহলি। এবার ৩০ সেঞ্চুরিতে তাকে পেছনে ফেলে ম্যাথু হেইডেন ও শিবনারায়ণ চন্দরপলের পাশে বসেছেন তিনি।
শচীনকে শুধু সেঞ্চুরিতে নয়, ফিল্ডিংয়েও পেছনে ফেলেছেন কোহলি।