আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি করায় অনেকেই নাক সিঁটকিয়েছিল। সৌদি আরবের লিগে কেন নাম লেখাতে যাবেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় অনেকে এমন বলছিলেন তাকে আর কে দলে ভেড়াবে। তাই টাকার লোভেই সৌদিতে নাম লিখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
আল নাসরে যাওয়ায় রোনালদোর ক্যারিয়ার শেষ অনেকেই ধরে নেন। তবে সেসব সমালোচককে দারুণ জবাব দিয়েছেন ‘সিআর সেভেন’। মাঠের পারফরম্যান্সের পর এবার মুখেও জবাব দিলেন তিনি।
সঙ্গে রোনালদোর সমালোচনায় যোগ হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের সঙ্গে তার মনোমালিন্যর বিষয়টিও। যার জেরে দ্বিতীয়বার ক্লাবে ফেরার সময়টা উপভোগ করতে পারেননি তিনি। ছন্দে না থাকায় তাকে অধিকাংশ সময়ই শুরুর একাদশে নামাননি নেদারল্যান্ডসের কোচ। এতে বাধ্য হয়েই চুক্তি শেষ হওয়ার আগেই ম্যানইউ ছাড়েন পর্তুগিজ অধিনায়ক।
ম্যানইউ ছাড়ার পর এখন দুর্দান্ত সময় কাটাচ্ছেন রোনালদো। ২০২৩ সালে আল নাসরে যোগ দিয়ে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৯ ম্যাচে ৬৮ গোল করেছেন। সঙ্গে ১৮ গোলে সহায়তাও করেছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়ার পর ১০০০ গোলের রেকর্ডের পেছনে ছুটছেন ৩৯ বছর বয়সী তারকা। এ বয়সেও যেভাবে গোল করছেন তা এক কথায় অনবদ্য।