অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুই সফরেই সিরিজ জিতেছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিও বর্তমানে ভারতের দখলেই। তবে এবারের সিরিজে পাশার দান উল্টে যাবে বলে জানিয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জিতবে প্যাট কামিন্সের দল।
আগামীকাল পার্থে প্রথম টেস্ট শুরুর আগে এমনই ভবিষ্যদ্বাণী করেছেন পন্টিং। আইসিসি রিভিউতে অস্ট্রেলিয়াকে দুটি ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ক বলেছেন, ‘সর্বশেষবার সানি আমার থেকে ভালো করেছিল। আশা করি, এবার আমার চেয়ে ভালো করতে পারবে না রবি শাস্ত্রী। তাই আমি মনে করি ৩-১ ব্যবধানে জিতবে অস্ট্রেলিয়া।
সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও জ্যোতিষবিদ্যা চালিয়েছিলেন পন্টিং।
এবারের সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করার আগে সেই সময়ের বাজিকে স্মরণ করেছেন পন্টিং। বর্তমানে কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সাবেক ব্যাটার বলেছেন, ‘মনে হয়, ২-১ ব্যবধানের কথা বলেছিলাম।
এবারের সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন রবি শাস্ত্রীও। তার মতে, ভারত ৩-১ ব্যবধানে জিতবে। ভারতের সাবেক অলরাউন্ডার ও কোচের বাজির বিষয়টা জানতে পেরেই তাই পন্টিং জানিয়েছেন এবার তিনিই জিতবেন।