জয় দিয়ে আবুধাবি টি-টেন শুরু করতে হলে শেষ ওভার করতে আসা বাংলা টাইগার্সের পেসার ডেভিড পেইনকে দারুণ কিছু করতে হতো। কিন্তু বাঁহাতি পেসার তা করতে পারেননি। ফল স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স।
জয় পেতে হলে ৬ বলে ১২ রানের সমীকরণ আটকে দিতে হতো পেইনকে।
তবে পঞ্চম উইকেটে জ্যাক টেইলরের সঙ্গে ২০ বলে ৪০ রানের জুটি গড়ে স্যাম্প আর্মিকে ৩ বল হাতে রেখে জয় এনে দেন জানাত।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ পায় বাংলা টাইগার্স। ৪ চার ও ৬ ছক্কায় ২২৯.৬২ স্ট্রাইকরেটে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন দাসুন শানাকা। কিন্তু ম্যাচ হারায় তার বিধ্বংসী ইনিংসটি কাজে আসেনি দলের। অন্যদিকে ৩৫ রানে অপরাজিত ছিলেন হজরতউল্লাহ জাজাই।