শান্তশিষ্ট হিসেবেই পরিচিত লিওনেল মেসি। মাঠে খুব একটা রুদ্রমূর্তি দেখা যায় না তার। তবে সর্বশেষ বিশ্বকাপে ভিন্ন এক মেসিকে দেখা গিয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচে মেজাজ হারানো এবং প্রতিপক্ষের কোচ লুইস ফন গালের উদ্দেশে দুই হাত কানে দিয়ে বিদ্রুপ উদযাপন।
যা নিয়ে পরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। সেই ম্যাচে আরেকটি ঘটনাও ঘটেছিল। প্রতিপক্ষের ফরোয়ার্ড ভাউট বেগহোর্স্টকে ‘গাধা’ বলেও আলোচনা-সমালোনার জন্ম দিয়েছিলেন। আজ পেরুর বিপক্ষে ম্যাচেও মেজাজ হারিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘গাধা’ বলে সম্বোধন করেছেন মেসি।
ঘটনাটি ৩৬ মিনিটের। বল নিয়ে পেরুর দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বের হয়ে শট নিতে চেয়েছিলেন মেসি। তাকে রুখতে পেছন থেকে ট্যাকল করেন কার্লোস জামব্রানো। সঙ্গে পেরুর ডিফেন্ডারের হাত আটবারের ব্যালন ডি’অর জয়ীর মুখেও আঘাত হানে।
বিশ্বকাপের ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় বেগহোর্স্টকে মেসি বলেছিলেন, ‘কি দেখ, গাধা? চলে যাও এখান থেকে।’
আজ বছরের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ৫৫ মিনিটে মেসির পাস থেকেই চোখধাঁধানো জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ। সতীর্থকে দিয়ে গোলটি করিয়ে একটা কীর্তিও গড়েছেন মেসি।