বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। হারা ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে চটেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
ঘটনার শুরু ম্যাচের ৩৩ মিনিটে। এ সময় একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে।
তবে রেফারির ব্যাপারটা ভালো ভাবে নেননি মেসি।
এরপর সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে রেফারিকে সরাসরি কিছু বলেননি তিনি।
অবশ্য আলদেরেতের লাল কার্ড না খাওয়ায় কপাল পুঁড়েছে আর্জেন্টিনার।