সিরিজে সমতায় ফিরতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। শারজায় লক্ষ্যও পূরণ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ১১ নভেম্বর শারজাতেই।
রহমত শাহর ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আফগানিস্তানের হাতে। তবে মুহূর্তের মধ্যেই এলোমেলো হয়ে যায় আফগানদের স্কোরকার্ড। ১ রানের ব্যবধানে যে ৩ উইকেট হারায় তারা।
আফগানদের ২ উইকেটে ১১৮ রানের দলীয় স্কোর মুহূর্তের মধ্যে দাঁড়ায় ৫ উইকেটে ১১৯ রান।
সেখান থেকে পরে ষষ্ঠ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেছিলেন মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব। তবে ৩৭তম ওভারে শরিফুলকে ৬, ৪ মেরে হাত খুলতে চেষ্টা করা নাইব তালুবন্দি হন তাওহিদ হৃদয়ের হাতে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শান্তর ৭৬ রানের সৌজন্যে ২৫২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ দিকে অবশ্য অভিষিক্ত জাকের আলি অনিকের অপরাজিত ৩৭ আর বাঁহাতি স্পিনার নাসুমের ২৫ রানের অবদানও কম ছিল না। ২৮ রানে ৩ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারোত।