আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফির। তবে টুর্নামেন্টটি খেলতে ভারত পাকিস্তানে যাবে কি না, তা এখনো অনিশ্চিত। এবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে বিসিসিআইকে এক সপ্তাহ সময় দিয়েছে আইসিসি।
মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত দলের পাকিস্তান সফর নির্ভর করছে ভারত সরকারের ওপর।
ভারতের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
এর আগে পিসিবি ভারতের কাছে লিখিত ‘হ্যাঁ’ বা ‘না’ চেয়েছে, তাদের দল পাকিস্তানে খেলবে কি না। ভারত কিছু জানায়নি ফলে আইসিসিই ভারতকে সময় বেঁধে দিয়েছে।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে যাওয়া আটটি দলের মধ্যে বাকি ছয়টি দলই ইতোমধ্যে পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সাম্প্রতিককালে তারা পাকিস্তান সফরে দ্বিপক্ষীয় সিরিজও খেলেছে।
সাধারণত আইসিসি মেগা টুর্নামেন্টের অন্তত তিন মাস আগে সময়সূচি প্রকাশ করে। তবে ভারতের সিদ্ধান্তহীনতার কারণে সূচি ঘোষণাও অনিশ্চিত হয়ে পড়েছে।