আগামী বছর বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। পাকিস্তান আয়োজিত হতে যাওয়া এই আসরে ভারত দল খেলতে যাবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে এর মধ্যে ভারতকে পূর্ণ নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ–সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে আসছে পাকিস্তান।
সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাকিস্তানে যেতে ইচ্ছুক ভারতীয় দর্শকদের জন্য দ্রুত ভিসা প্রদানের আশ্বাস দিয়েছেন।
নাকভি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পাকিস্তান সফরের জন্য ভারতীয় সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া আশা করছে পিসিবি। “আমরা ভারতীয় দর্শকদের জন্য টিকিটের একটি বিশেষ কোটা রাখব এবং তাদের জন্য ভিসা প্রদানের প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করব।”
তিনি জানান, পিসিবি ভারতীয় সমর্থকদের পাকিস্তানে যেতে এবং লাহোরে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে দেখতে চায়।
২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আইসিসির মেগা ইভেন্টের আয়োজক হওয়ার কথা রয়েছে পাকিস্তানের। যদিও এখন পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের সময়সূচী প্রকাশ করেনি। তারা অপেক্ষা করছে ভারত সরকার তাদের দলকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে যেতে দেবে কিনা তার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তারা ভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।