ঘরের মাঠে ভারতের যে দাপট ছিল তা গুঁড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে ১৮ টেস্ট সিরিজ জয়ের পর হারের স্বাদ পেয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সিরিজ হারানো ভারত এখন ধবলধোলাই হওয়ার সামনে।
এমন বিব্রতকর মুহূর্ত এড়াতে হলে ঘুঁরে দাঁড়াতে হবে ভারতকে ওয়াংখেড়ে টেস্টে।
ক্যারিয়ারে ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জাদেজা। তাতে পাশে বসেছেন আরেক বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদির। সমান ১৪বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় কিংবদন্তিও। ৩৭ বার ৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন।
বিষেনকে ছাড়িয়ে যেতে না পারলেও আরেক পূর্বসূরি ও এক সময়কার সতীর্থ জহির খান ও ইশান্ত শর্মাকে ঠিকই ছাড়িয়ে গেছেন জাদেজা। কিউই ব্যাটার গ্লেন ফিলিপসকে বোল্ড করে টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী এখন জাড্ডু। পরে আরও দুই উইকেট নিয়ে বাঁহাতি অলরাউন্ডের উইকেট সংখ্যা এখন ৩১৪।
অন্যদিকে ৩১১ উইকেট নিয়ে যৌথভাবে ছয়ে ভারতের দুই পেসার জহির ও ইশান্ত। ৬১৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে।