চট্টগ্রাম টেস্টে টনি দি জর্জি ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১৭৭ রানের। অন্যদিকে পুরো দল মিলে বাংলাদেশ করেছে ১৫৯ রান। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের থেকে ১৮ রান কম করেছে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম ইনিংসে এই সংগ্রহও করতে পারত না।
যদি মমিনুল হক ৮২ রানের ইনিংসটি না খেলতেন। ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন দেশের মাটিতে সর্বনিম্ন রানের শঙ্কায় ভুগছিল তখন সেই দুঃস্বপ্ন থেকে রক্ষা করেন মমিনুল। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম।
৯ম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে বাংলাদেশ দেড় শর বেশি সংগ্রহ এনে দিয়েছেন মমিনুল-তাইজুল।
চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট নেওয়া তাইজুল ৩০ রানের ইনিংস খেলেন। এতে করে ৪১৬ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা ফলো-অনো করে আর ব্যাটিংয়ে নামেনি। প্রতিপক্ষের রান শোধ দিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ।
প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। মাহমুদুল হাসান জয়ের ৩ রানের বিপরীতে ৪ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম। এখনো ৪০৫ রানে পিছিয়ে বাংলাদেশ।