দ্বিতীয়ার্থের যোগ করা সময়ে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি থেকে সমতায় ফেরাতে ব্যর্থ হয় ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল মিসের কারণে আল-তাউয়ুনের কাছে ম্যাচটি হেরে যায় আল নাসর।
মঙ্গলবার রাতে সৌদি আরবের কিংস কাপের শেষ ষোলোতে ১-০ গোলে হেরেছে আল নাসর।
ম্যাচের ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল আল নাসর। তবে রোনালদো গোল করতে ব্যর্থ হন।
আল নাসরের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল। আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে নেইমারের দল।