মিরপুরে তৃতীয় দিন শুরু করতে নেমে যেভাবে ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ তাতে ইনিংস ব্যবধানের হার চোখ রাঙাচ্ছিল। সেখান থেকে রেকর্ড জুটি গড়ে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ-জাকের আলি অনিক।
দিনের শেষ ব্যাটার হিসেবে জাকের আউট হলেও বাংলাদেশের হয়ে লড়ে যাচ্ছেন মিরাজ। বাংলাদেশি অলরাউন্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে আজ ৮১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকেরা।
আজ ৩ উইকেটে ১০১ রানে দিন শুরু করতে নেমে দ্রুতই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কাগিসো রাবাদা ৩২ তম ওভার করতে এসে প্রথম ও তৃতীয় বলে তুলে নেন গতদিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় (৪০) ও মুশফিকুর রহিমকে (৩৩)।
এতে করে মুহূর্তেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১২ রান। অর্থাৎ, ৮ রানের ব্যবধানে ৩ ব্যাটারের ঘরে ফেরা। এ সময় উঁকি দেয় ইনিংস হারের শঙ্কা।
টেস্ট অভিষেকে আট নম্বরে নেমে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে ফিফটি করেছেন জাকের। মোসাদ্দেক হোসেনের পর এই কীর্তি গড়া উইকেটরক্ষক ব্যাটার অবশ্য নিজের ইনিংসটা দীর্ঘ করতে পারেননি। ৫৮ রানে কেশব মহারাজের আর্ম বলের ফাঁদে এলবিডব্লিউতে থেমেছে তার ইনিংসটি। সঙ্গীকে হারালেও হতাশ হয়ে পড়েননি মিরাজ। নিজের সহজাত ব্যাটিংটা চালিয়ে যান তিনি। অষ্টম উইকেটে নাঈমের সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে দলের স্বপ্ন হয়ে আছেন তিনি।
মাঝে বৃষ্টিও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। তবে বেরসিক বৃষ্টি থেমে গিয়ে আবারো শুরু হলে খুব বেশি ওভার আজ আর হয়নি। কারণ আলোকস্বল্পতা। বাজে আলোর কারণে পরে দিনের খেলা শেষ করতে বাধ্য হন মাঠের আম্পায়ারদ্বয়।