মাঠে ফেরার অপেক্ষা গতকাল শেষ হয়েছে নেইমারের। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দীর্ঘ এক বছরের বেশি সময় পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। মাঠে ফিরতে দারুণ খুশি হয়েছেন তিনি। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন আল হিলালের ফরোয়ার্ড।
নেইমারের ফেরাটা জয় দিয়ে রাঙিয়েছেন তার সতীর্থরা। গতকাল আল আইনের বিপক্ষে ৫-৪ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে আল হিলাল। ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘ভালো অনুভব করছি। আমার সব সময় ভালো একটা দল থাক।
নেইমারের ফেরার দিনে হাসি ফুটেছিল গ্যালারিতে। শুধু অবশ্য গ্যালারির দর্শক-সমর্থকদের মুখেই নয়, তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির মুখেও ছিল।
নেইমারের প্রত্যাবর্তনে খুশি হয়েছে তার সাবেক ক্লাব সান্তোস। নিজেদের সামাজিক মাধ্যমে সাবেক ফরোয়ার্ডকে ফুটবলের সমার্থক হিসেবে উল্লেখ করেছে তারা।