প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে তাতেই জয়ের স্বপ্নই দেখেছিল ভারত। তবে চতুর্থ দিনে ৪৬২ রানে অলআউট হয়ে লিড পেয়েছে মাত্র ১০৬ রানের। শেষ দিনে ম্যাচ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১০৭ রান।
চতুর্থ খেলা শেষ হয়েছে অন্তত ২১ ওভার আগে।
প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের ব্যাটাররা। ৩ উইকেটে ২৩১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন গৌতম গম্ভীরের শিষ্যরা। চতুর্থ উইকেটে সরফরাজ খান ও ঋষভ পন্ত ঝড়ই তুলেছিলেন।
এর আগে প্রথম ইনিংসে ৫০ রানের নিচে অলআউট হয়ে জেতার রেকর্ড আছে শুধু ইংল্যান্ডের। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেবার প্রথম ৪৫ রানে অলআউট হয়ে ম্যাচ জিতেছিল ১৩ রানে।